বরিশালে নানা আয়োজনে জাতীয় শোক দিবস পালন

বরিশালে যথাযোগ্য মর্যদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী এবং জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে সোমবার সকাল ১০টায় নগরীর সদর রোডের দলীয় কার্যালয় চত্ত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে আওয়ামী লীগ ও বিভিন্ন সহযোগী সংগঠন।
প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সিটি মেয়র সাদিক আবদুল্লাহ। এরপর যথাক্রমে মহানগর আওয়ামী লীগ এবং জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় মহানগর আওয়ামী লীগ সভাপতি একেএম জাহাঙ্গীর ও সহসভাপতি সাবেক এমপি জেবুন্নেছা আফরোজ এবং জেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক তালুকদার মো. ইউনুস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পরে যুবলীগ, মহিলা লীগ, ছাত্রলীগ, কৃষক লীগ ও স্বেচ্ছাসেবক লীগ সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা ফুলের শ্রদ্ধা নিবেদন করেন।
সকাল সাড়ে ১০ টায় নগরীর বঙ্গবন্ধু উদ্যানে বঙ্গবন্ধুর মু্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিভাগীয় কমিশনার মো. আমিন-উল আহসান, রেঞ্জ ডিআইজি এসএম আক্তারুজ্জামান, বিএমপি কমিশনার মো. সাইফুল ইসলাম, জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার সহ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। পরে জেলা শিল্পকলা একাডেমীতে এক আলোচনা সভা করেন তারা।
এদিকে দিবসটি পালন উপলক্ষ্যে গতকাল সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক শোক র্যালী বের হয়। র্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। পরে বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোল হলে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র সাদিক আবদুল্লাহ। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন। অনুষ্ঠানে শিক্ষক, কর্মকর্তা এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অপরদিকে শোক দিবস পালন উপলক্ষ্যে বাদ জোহর নগরীর বটতলা নব আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া-মোনাজাত এবং কাঙ্গালী ভোজের আয়োজন করে মহানগর আওয়ামী লীগ।
নতুন প্রজন্ম বঙ্গবন্ধুর আদর্শ ধারন করে দেশটাকে সামনে এগিয়ে নিয়ে যাবে বলে প্রত্যাশা করেন সিটি মেয়র সাদিক আবদুল্লাহ এবং জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার।